সিলেটটুডে ডেস্ক

১৬ মে, ২০২০ ১৫:০৬

শুধু বাংলাদেশেই আমরা কোনো সমর্থন পাই না : রোহিত

ক্রিকেট নিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে গেলেই মাঠে বিপুল পরিমাণ দর্শক সমর্থন পেয়ে থাকে ভারত। কিন্তু বাংলাদেশে এলে দৃশ্য পাল্টে যায়। কিন্তু আগে এরকম অবস্থা ছিল না। বাংলাদেশের স্টেডিয়ামেও বিপুল দর্শক সমর্থন পেত ভারত। ২০১৫ বিশ্বকাপের সেই বিতর্কিত কোয়ার্টার ফাইনালের পর থেকে বাংলাদেশে 'ভারতবিদ্বেষ' প্রবল হয়ে উঠেছে। তামিম ইকবাল আর রোহিত শর্মার অনলাইন আলাপচারিতায় এই বিষয়টি উঠে এলো। রোহিত তো স্পষ্টই বলেছেন, বাংলাদেশে তারা কোনো সমর্থন পান না।

গত ওয়ানডে বিশ্বকাপে রোহিতের ক্যাচ ছেড়ে কি সমালোচনাটাই না হজম করতে হয়েছিল তামিমকে। সেই ঘটনার কথা শুনে রোহিত বলেন, 'এটা অনেকে বুঝতে চায় না যে ম্যাচ খেলতে নামলে সবাই জিততে চায়। কেউ মাঠে নেমে ইচ্ছে করে ক্যাচ ফেলে না বা খারাপ খেলতে চায় না। সবাই ভালো খেলতে চায়। কিন্তু ভারত ও বাংলাদেশের সমর্থকরা খুবই আবেগপ্রবণ। আমরাও যখন কোনো ভুল করি, শুধু মিডিয়া নয়, লোকজনও আমাদের সমালোচনা করে। বাংলাদেশেও একই হওয়ার কথা। বাংলাদেশে আমি গিয়েছি এবং দেখেছি তারা কতটা আবেগপ্রবণ খেলা নিয়ে, বিশেষ করে মাঠে আসা দর্শকরা।'

বাংলাদেশে খেলতে এসে তার অভিজ্ঞতার কথা জানিয়ে রোহিত বলেন, 'বাংলাদেশে গিয়ে আমরা যখন মাঠে যাই, তখন অবিশ্বাস্য চিত্র দেখি। ভারতীয় দল মাঠে দর্শক সমর্থন না পেতে অভ্যস্ত নয়! বাংলাদেশ একমাত্র জায়গা, যেখানে আমরা কোনো সমর্থনই পাই না। হতে পারে, ১০০-২০০ দর্শক আমাদের থাকে। কিন্তু বিশ্বের অন্য যে কোনো জায়গায় মাঠে আমরা প্রচুর সমর্থন পাই। বাংলাদেশে একটুও সমর্থন পাই না।'

তামিম তখন হাসতে হাসতে বলছিলেন, 'দর্শকরা পুরোপুরি আমাদের পাশে থাকে, সমর্থন দেয়।'

রোহিতও হাসিমুখে বলেন, 'মাঠে যারা আসেন, সবার প্রতি আমার টুপি খোলা অভিনন্দন। আমি দেখি, তারা কতটা উপভোগ করে। তারা কতটা প্রবলভাবে চায় তোমাদের জিততে দেখতে। আর বাংলাদেশ দলও ১০-১৫ বছর আগে যা ছিল, এখন পুরোপুরি বদলে গেছে। তোমরা যখন মাঠে নাম, তখন জয়ের ক্ষুধা দেখা যায়। এটা ভিন্ন এক বাংলাদেশ দল। এটা শুধু আমি নই, সবাই বলে। গত বিশ্বকাপে ও গত ২-৩ বছরের পারফরম্যান্সেই সেটা প্রমাণিত।'

আপনার মন্তব্য

আলোচিত