১৭ জুন, ২০২০ ১৫:২৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন স্বীকৃতিপ্রাপ্ত ১৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় ডাকবাংলোয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ,ক্যাপ্টেন (অব.) কাজী কবির উদ্দিন, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মাধবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. সুখেন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা দিলীপ কুমার পাল, মুক্তিযোদ্ধার সন্তান হারুন অর রশীদ (গোলাপ), কাওছার আলম চৌধুরী, মাহিন চৌধুরী প্রমুখ। নতুন মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতিপ্রাপ্তরা হলেন মো. জসিম উদ্দিন, মরহুম গোলাপ খাঁন, ডা. সুখেন্দ্র দেবনাথ, মরহুম মাহবুব উদ্দিন চৌধুরী, আবু সিদ্দিক মো. কবির, শহীদ নুর মিয়া ভুইয়া, মো. খুর্শিদ আলী, মৃত মোমরাজ মিয়া, দিলীপ কুমার পাল, শহীদ মকবুল আলী, শহীদ সিরাজ মিয়া, শহীদ জারু মিয়া, মরহুম খুর্শেদ আলম চৌধুরী।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক মাধবপুর উপজেলার ১৩ জনকে নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
আপনার মন্তব্য