
২০ জুন, ২০২০ ০০:২৭
মৌলভীবাজারের জুড়ীতে নতুন করেন ২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মচারী অপরজন স্বাস্থ্য কর্মী।
গত ১৬ এবং ১৭ জুন তাদের নমুনা ঢাকায় পাঠানো হলে শুক্রবার রাতে তাদের করোনা পজিটিভের রিপোর্ট আসে। তাদেরকে আইসোলেশনে রাখা হবে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. প্রিয়জ্যোতি ঘোষ অণিক জানান, শুক্রবার তাদের রিপোর্ট পজিটিভ আসায় তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা হচ্ছে।
এ নিয়ে এ উপজেলায় মোট ১৮ জন আক্রান্ত হলেন তাদের মধ্যে ১ জন মারা গেছেন এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৭ জন। বাকিরা সবাই ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়িতে আছেন।
আপনার মন্তব্য