দিরাই প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০১৫ ২০:৫৮

সুরঞ্জিত সেনগুপ্তের রোগ মুক্তি কামনায় দিরাই আ. লীগের দোয়া মাহফিল

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান রাজনীতিবীদ,আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা সভাপতি ও করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দার।

দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফিজ ইদ্রিস আহমদ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ মিয়া, উপজেলা কৃষকদলের আহব্বায়ক তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহব্বায়ক রঞ্জন কুমার রায়, দিরাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিত রায়, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ রহমান,সাধারন সম্পাদক উজ্জল মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত