সিলেটটুডে ডেস্ক

১১ আগস্ট, ২০২০ ২১:৩৮

জন্মাষ্টমী উপলক্ষ্যে সিলেটে হিন্দু পরিষদের র‌্যালি

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথী ৫২৪৬ উপলক্ষে বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে স্বল্প পরিসরে শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল ১১টায় মির্জাজাঙ্গাল লোকনাথ আশ্রম থেকে এই শোভাযাত্রাটি বের করা হয়। করোনা মহামারির কারনে এবার সংক্ষিপ্তভাবে জন্মাষ্টমী পালন করা হয়।  

শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর সান্তনু দত্ত সন্তু।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সভাপতি ও সিলেট জেলার আহ্বায়ক দীপক রায়, বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) প্রবাল দেবনাথ অপু, বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট মহানগরের সভাপতি এড. নির্মলেন্দু চৌধুরী পান্না, সহ-সভাপতি সজল কান্তি দে, রিপন পাল, সুমন দত্ত, সত্যজিত দত্ত, বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট জেলার সহ-সাংগঠনিক বিষু দেবনাথ, সিলেট মহানগর হিন্দু ছাত্র পরিষদের সভাপতি বিপ্লব পাল, সাধারণ সম্পাদক উজ্জল রায় চৌধুরী, সহ-সভাপতি সৌরভ রায়, সঞ্জয় সরকার, রতন রায়, রাজমনি নাথ, অনুপ চক্রবর্তী জনি, অমিত চক্রবর্তী, আকাশ দাশ, যুগ্ম সাধারন সম্পাদক ঝুটন দাস, বিলাস দে, উচ্ছাস রায়, লিংকন দেব, সাংগঠনিক সম্পাদক রুপন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক অপন চন্দ, সিলেট সদর উপজেলা হিন্দু ছাত্র পরিষদের সভাপতি বিপ্রয় দেব নন্দন, সাধারণ সম্পাদক রাজন মালাকার, সহ-সভাপতি সুবীর চন্দ্র কর, সহ-সভাপতি কাংখিত রাজ দত্ত সীমান্ত, শাহপরান থানা হিন্দু ছাত্র পরিষদের সভাপতি শুভ কর, সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিত মালাকার, সাধারণ সম্পাদক অংকুর ধাম দ্বীপ, সাংগঠনিক সম্পাদক রনি মল্লিক, কার্যকরী সদস্য রনি বিশ্বাস, শুভ দেব, সাগর দাশ, জিত দাশ, আনন্দ পাল প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত