গোলাপগঞ্জ প্রতিনিধি

১২ আগস্ট, ২০২০ ০১:৩৫

গোলাপগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে সাপের কামড়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট উছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটি মাওলানা মাবরুর আহমদ খানের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই শিশুকে ঘরের মধ্যে একটি বিষধর সাপের বাচ্চা কাপড় দেয়। পরিবারের সদস্যরা শিশুটিকে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসামানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত