জুড়ী প্রতিনিধি

১২ আগস্ট, ২০২০ ১৭:৩০

নিষিদ্ধ পলিথিন বিক্রি: জুড়ীতে ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অভিযোগে, মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের এক ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১২ আগস্ট) জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারের গফুর কমপ্লেক্সের ব্যবসায়ী মো. মহিউদ্দিনের দোকান থেকে ২৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে এই অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

বুধবার দুপুরে মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৫(১) বিধি অনুযায়ী মো. মহিউদ্দিনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, যেসব পলিথিন মহিউদ্দিন মজুদ রেখেছেন, তা নিষিদ্ধ। এ ধরনের পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। বিধি লঙ্ঘনের কারণে তাকে অর্থদণ্ড করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে দণ্ডিত অর্থ আদায় করেছি।

আপনার মন্তব্য

আলোচিত