নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২০ ১২:০১

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পিতৃবিয়োগ, মেয়রের শোক

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের পিতা টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের অধ্যাপক (অব.) মো. নজরুল ইসলাম মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান।

সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে ২২ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। 

মৃত্যুকোলে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী স্বজন রেখে গেছেন। 

সকাল সাড়ে ১০টায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সিলেটের হযরত মানিকপীর (রা.) গোরস্থানে।

জানাজায় অংশ নেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়।

ঢাকার উত্তরায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর ও তার নিজ এলাকা বিশ্বলিলের সুলিল গ্রামে পৃতক পৃথক জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডা. জাহিদুল ইসলাম। 

তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। 

উল্লেখ্য, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, মা, স্ত্রী ও তার শিশু সন্তানও করোনায় আক্তান্ত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত