কুলাউড়া প্রতিনিধি

১৩ আগস্ট, ২০২০ ১৫:৪৮

কুলাউড়ার শিক্ষক করবী রঞ্জন আর নেই

মৌলভীবাজারের কুলাউড়ার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সবার প্রিয় স্যার করবী রঞ্জন চক্রবর্তী আর নেই।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট থেকে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে উত্তর কুলাউড়া উনার নিজ বাসায় আনা হবে। বিকালে উপজেলার বরমচালে তার নিজ গ্রামের বাড়ি সিংগুরে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে। 

অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক এবং প্রিয় স্যার করবী রঞ্জন চক্রবর্তীর ছাত্র সঞ্জয় দেবনাথ বলেন, কতোটুকু চেতনাদীপ্ত থাকলে একজন মানুষ বহুমাত্রিক মনন ও মেধার অধিকারী হতে পারেন তার প্রমাণ আমাদের শ্রদ্ধেয় করবী স্যার (করবী রঞ্জন চক্রবর্তী)। স্কুলের শিক্ষকতা ছাড়াও দাবা, ব্যাডমিন্টন, কেরামবোর্ড, বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা কিসে নেই স্যার! ছাত্রদের বিভিন্ন বিষয়ে মৌলিক পাঠদানের পাশাপাশি স্যারের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস ছিলো প্রশংসনীয়। যা আমাদের মনোজগত আলোড়িত করতো। তখনকার সময় স্যারদের সাথে খেলা পরম শ্রদ্ধা আর ভয়ের কারণে তা ছিলো অকল্পনীয়! কিন্তু করবী স্যার ছাত্রদের সাথে ব্যাডমিন্টন, দাবা খেলতেন। আমিও স্যারের সান্নিধ্যে খেলেছি, অনুপ্রাণিত হয়েছি। স্যারের সাথে আমাদের পারিবারিক সম্পর্কও ছিলো মধুর। নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের আমাদের সবার প্রিয় এই গুণী স্যার দীর্ঘদিন একাকিত্বসহ (সহধর্মিণী গত হয়েছেন অনেক আগে) বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগছিলেন। ছাত্রদের ভাবমানসের শৈল্পিক রূপদানকারী করবী স্যার তার অগণিত ছাত্রদের কাছে কখনোই বিস্মৃত হবেন না। স্যারের মৃত্যুতে গভীর শোক ও অতল শ্রদ্ধা।

আপনার মন্তব্য

আলোচিত