নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২০ ২২:৩২

শাবির ল্যাবে ৭৩ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৭৩ জনের মধ্যে সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের তিনজন, মৌলভীবাজারের ১৮ ও সিলেট জেলার ২২ জন রোগী রয়েছেন।

বিজ্ঞাপন

এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে বৃহস্পতিবার সিলেটের ১২৪টি, হবিগঞ্জের ৬৫টি, মৌলভীবাজারের ৬৪টি ও সুনামগঞ্জের ৭৮টি নমুনাসহ মোট ৩৩১ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ২৬ জনই সিলেট জেলার। এরমধ্যে মহানগর ও সদর উপজেলার ২২, গোলাপগঞ্জ উপজেলার ১, দক্ষিণ সুরমার ৩ ও হবিগঞ্জের নবীগঞ্জের ১ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত