সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২১

টমটমের চাকায় শাড়ি পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার

হবিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা টমটমের চাকায় শাড়ি পেঁচিয়ে জবেদা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। শনিবার রাতেই হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা সুনামগঞ্জের শাল্লার কান্দিগাঁও গ্রামের লাবু মিয়ার স্ত্রী। জবেদা সুনামগঞ্জ থেকে হবিগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য শনিবার সকালে এক আত্মীয়ের সঙ্গে তিনি হবিগঞ্জ সদর হাসপাতালে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার জন্য তিনি ইজিবাইকে ওঠেন। দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌঁছালে ইজিবাইকের চাকার সঙ্গে তার শাড়ি পেঁচিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা এক আত্মীয় এবং স্থানীয়রা তাকে আবার হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জবেদা খাতুনের লাশ রোববার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত