তাহিরপুর প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২০ ২৩:২৭

তাহিরপুরে মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে ক্ষতবিক্ষত শিক্ষার্থীর শরীর

সুনামগঞ্জের তাহিরপুরে শিক্ষার্থীকে বেধড়ক মারপিটের অভিযোগে মনির হোসেন নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার রতনশ্রী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।

আহত শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের পাশের ভাটি তাহিরপুরের খায়রুল ইসলামের ছেলে শাহরিয়ার হোসেন (১৬) রতনশ্রী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। সে মাদ্রাসায় থেকেই পড়াশুনা করে। মঙ্গলবার শাহরিয়ার শিক্ষকের সঙ্গে বেয়াদবি করেছেন এমন অভিযোগে শিক্ষক তাকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছেন। তার হাত, পা ও পিঠের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। শিক্ষকের মার খেয়ে মাদ্রসা থেকে পালিয়ে যায় ওই শিক্ষার্থী। বাড়িতে গেলে অভিভাবকরা মারতে পারেন এ ভয়ে বাড়িতে যায়নি। খোঁজাখুঁজি করতে গিয়ে শুক্রবার সকালে তাকে উপজেলা সদরে পাওয়া যায়। এরপর সে অভিভাবকদের মারপিটের বিষয়টি জানায়। এসময় ছেলের শরীরে আঘাতের চিহৃ দেখে তার বাবা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানান।

খায়রুল ইসলাম বলেন, ‘ছেলের শরীরের আঘাত দেখে খুবই কষ্ট পেয়েছি। এজন্য ইউএনও স্যার ও পুলিশকে জানিয়েছি। শিক্ষকের বিচার হওয়া দরকার।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘বিষয়টি জানার পরই শিক্ষক মনির হোসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত