তাহিরপুর প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২০ ০০:০৪

যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা আদায়

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ঘাগড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে যাদুকাটা নদীর ঘাগড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের অপরাধে ১টি মামলায় একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। একই অভিযানে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ লঙ্ঘনের অপরাধে ৩টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

 

আপনার মন্তব্য

আলোচিত