নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২০ ১৫:৩৫

দক্ষিণ সুরমায় বিট পুলিশের আলোচনা সভা ও র‌্যালি

সারাদেশের ন্যায় সিলেটেও নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমা থানা এলাকার সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সিলেট মহানগর পুলিশের ৩৭ নং বিটের আয়োজনে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন লাউয়াই জামে মসজিদের মোতাওল্লী সাহাজ মিয়া। শুরুতে সূচনা বক্তব্য রাখেন ৩৭নং বিটের দায়িত্বরত অফিসার উপ পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দত্ত।

সহকারী বিট অফিসার এএসআই বকুল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক, স্থানীয় ইউপি সদস্য শরিফ মিয়া, এনাম উদ্দিন, সংরক্ষিত ইউপি সদস্য হোসনে আরা, হাওরবাংলা২৪ডটকমের সম্পাদক ও প্রকাশক মো. মুন্না মিয়া, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম খসরু ও স্কুল শিক্ষক রেজাউল হক প্রমুখ।

সভা শেষে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী র‌্যালি বের হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত