সিলেটটুডে ডেস্ক

১৭ অক্টোবর, ২০২০ ২২:১৯

অবিলম্বে রায়হান হত্যাকারীদের গ্রেপ্তার করুন : আব্দুল্লাহ সিদ্দিকী

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, যারা জনগনের জানমালের নিরাপত্তা দিতে কাজ করার কথা তাদের হাতেই নিরলজ্জ্বভাবেই খুন হয়েছে একটি তরতাজা প্রাণ রায়হান। দুঃখের বিষয় ঘটনার কয়েক দিন পার হয়ে গেল এখন পর্যন্ত পুলিশ খুনি আকবরকে গ্রেপ্তার করতে পারেনি। যদি ২৪ ঘন্টার ভিতরে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে জাতীয় পার্টিসহ সিলেটের জনসাধারণ কঠোর থেকে কঠোর আন্দোলন যেতে বাধ্য হবে।

তিনি শনিবার (১৭ অক্টোবর) বেলা ২টায় বন্দরবাজার পুলিশ ফাড়িতে পুলিশী নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে সিলেট জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সামনে এক প্রতিবাদ সমাবেশ উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এ মালেক খানের সভাপতিত্বে ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহিদ লস্কর বশির।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,  যুগ্ম আহ্বায়ক এড. মো. আব্দুর রহমান চৌধুরী, আবুল বারাকাত, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি আলতাফুর রহমান আলতাফ,  সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির মর্তুজা আহমদ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এম মুর্শেদ খান, জাতীয় মটর শ্রমিক পার্টির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সিলেট জেলা সভাপতি এম. বরকত আলী, সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম তাফাদার, সিলেট সাইবার পার্টির সম্বনয়ক কারী এস.এম শামীম আহমদ, জেলা জাপা নেতা সিরাজ মিয়া, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জয়নাল আবেদীন, সিলেট জেলা জাতীয় মটর শ্রমিক পার্টির সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, সাধারণ সম্পাদক আবদাল হোসেন আফজাল, কানাইঘাট জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট জেলার সহ-সভাপতি মায়রুফ আহমদ তালুকদার, আজিজুর রহমান সবুজ, মাহমুদুল আম্বিয়া, মঈনুল হক, সাধারণ সম্পাদক জুবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, আবদাল হোসেন, সুমন আহমদ, শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, যুগ্ম সম্পাদক  শিহাব উদ্দিন, জাকারিয়া আহমদ জাক্কু, সুবেদ খান, জাকির আহমদ, জুনেদ আহমদ, আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, সুবেল আহমদ, মোহা আলী, সুহেল আহমদ, মামনুর রশিদ, ছালিক আহমদ, মকবুল হোসেন চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত