জুড়ী প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২০ ২২:৩৫

জুড়ীতে টিলা কাটার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে অবৈধ ভাবে টিলা কাটার দায়ে একজনকে ৩ লক্ষ জরিমানা করা হয়েছে। পাশাপাশি কেটে ফেলা মাটি দিয়ে ভরাট করে টিলা তৈরী করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে জুড়ী উপজেলার পশ্চিম গোয়ালবাড়ি গ্রামের এক ব্যক্তিকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড করে আদায় হয়েছে। আগামী ১ মাসের মধ্যে কর্তনকৃত টিলার মাটি পুণরায় ভরাট করার ও আদেশ দেয়া হয়েছে। অন্যথায় পুণরায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম পশ্চিম গোয়ালবাড়ী গ্রামের মৃত তজমুল আলীর পুত্র আব্দুল খালিক এর মালিকানাধীন টিলায় মাটি কাটা হচ্ছে। সাথে সাথে ঘটনাস্থলে পৌছে মাটি কাটার সত্যতা পেয়ে এক মোবাইল কোর্ট পরিচালনা করে টিলার মালিক আব্দুল খালিক কে তিন লক্ষ জরিমানা করা হয়। মোবাইল কোর্টে জুড়ী থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করে।

আপনার মন্তব্য

আলোচিত