শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০২০ ২২:২৩

শায়েস্তাগঞ্জে বেশি দামে আলু বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

সারাদেশে হঠাৎ করেই বেড়ে গেছে আলুর দাম। আলুর দাম হাতের নাগালে রাখার জন্য সরকার ৩০ টাকা করে কেজিতে বিক্রি করতে হবে বলে মূল্য বেধে দিয়েছেন। কিন্তু তারপরও বাজারে আলুর দাম নিয়ন্ত্রণের বাহিরে। এর প্রেক্ষিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলু বেশি দামে বিক্রি করার অপরাধে পাঁচজন পাইকারি ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে থানা সংলগ্ন হাটে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানা যায়, শায়েস্তাগঞ্জে পাইকারি ব্যবসায়ীরা আলু সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত