তাহিরপুর প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২০ ১৫:৪৮

তাহিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল আটক করেছে পুলিশ। এ সময় চাল আটক করা হলেও কাউকে আটক করা যায়নি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়ন বাদাঘাট বাজারে এ চাল আটক করা হয়।

জানা যায়, উপজেলা বাদাঘাট বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল তাহিরপুর-বাদাঘাট সড়কের অবস্থিত দোকানে ডিলার জয়নাল আবেদিনের কাছে এই চালগুলো কিনে নেন শ্রমজীবী তিনটি পরিবার। চাল নিয়ে রিকশা দিয়ে বাদাঘাট বাজার থেকে বাদামপট্টি হয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাদের কাছে জানতে চাইলে তারা কোন সদুত্তর না দিয়ে রিকশা থেকে নেমে চলে যায়।

খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে চালগুলো আটক করেন। চাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন তিনি।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, আটকের পর থেকে ডিলার ও তার সহযোগীরা ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে।

এই বিষয় ডিলার জয়নাল আবেদিন জানান, আমি তালিকা অনুযায়ী বিক্রি করেছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ জানান, ঘটনাটি শুনেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত