মৌলভীবাজার প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২০ ২২:৩২

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নতুন ৪টি কর্মসূচি

করোনা মহামারীর এই বিপর্যয়ে বন্ধ সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড, তবে চলছে অনলাইনে বিভিন্ন আয়োজন। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রতিটি জেলায় নেয়া হয়েছে নতুন উদ্যোগ।

গত ১৫, ১৬, ১৭ অক্টোবর মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল তিনদিনব্যাপী নতুন চারটি কর্মসূচি, শিল্পীদের উৎসাহ যোগাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে "Art against Corona" এই শিরোনামে স্থানীয় প্রতিশ্রুতিশীল ২৫ জন শিল্পীর অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠানের ভিডিও ধারণ কর্মসূচি সম্পন্ন হয়েছে, পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয় গান ও বঙ্গবন্ধুকে নিয়ে স্থানীয় শিল্পীদের রচনায়, সুরে শিল্পীর গান অডিও ভিডিও ধারণ এবং একটি নৃত্যানুষ্ঠানের ভিডিও ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে জেলা শিল্পকলা একাডেমির এ সকল আয়োজনের ভিডিও ধারণ করা হয়েছিল। মোট ৭৫জন (শিশুশিল্পীসহ) শিল্পী এ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য

আলোচিত