নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২০ ০০:২৪

অরাজকতার বিরুদ্ধে নগরনাট’র গানমিছিল আজ

ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনায় উত্তাল পুরো দেশ। ধারাবাহিকভাবে এরকম ঘটনা ঘটে চললেও বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পরছে না আসামিরা। আবার ধরা পড়লেও দীর্ঘায়িত হচ্ছে বিচার প্রক্রিয়া। আসামিদের ধরার দায়িত্ব যাদের সেই আইনশঙ্খলা বাহিনী নিজেরাই জড়িয়ে পড়ছে অবরাধে। পুলিশ হেফাজতে খুন হচ্ছে মানুষ। ঘটছে একের পর এক বিচারবর্হিভূত হত্যাকান্ড।

চলমান এসব নানা অরাজকতার বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) গান নিয়ে রাস্তায় নামবে সিলেটের নাট্যসংগঠন নগরনাট। গানে গানে প্রতিবাদ জানানো হবে সকল অরাজকতার।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সিলেটের সুরমা নদীর তীরের চাঁদনী ঘাট থেকে মিছলটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হবে।

নগরনাট'র সংগঠক অরূপ বাউল জানান, দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘরে বাইরে কোথাও নিরাপদ নয় নারীরা। পুলিশ হেফাজতেও মানুষকে পিটিয়ে মেরা ফেলা হচ্ছে। আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই।

তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধসহ সকল লড়াই সংগ্রামে গানের একটা শক্তিশালী ভূমিকা রয়েছে। প্রতিবাদে-প্রতিরোধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে গান। তাই আমরা আজ গানমিছিল করে চলমান অরাজকতার প্রতিবাদ জানাবো।


আপনার মন্তব্য

আলোচিত