গোয়াইনঘাট প্রতিনিধি

২২ অক্টোবর, ২০২০ ১৭:২৬

মামলা ও অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে একটি মামলা দায়ের ও অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ অক্টোবর রাতে পাইকরাজ গ্রামের আব্দুল মালিকের গোয়াল ঘর থেকে গরু চুরি করতে গিয়ে বাড়ির লোকজনের কাছে হাতেনাতে ধরা পড়েন এলাকার চিহ্নিত গরু চোর আব্দুল মতিন, আশিক মিয়া, ফুল মিয়া, বিলাল উদ্দিন, রব্বান মিয়া এবং আব্দুল গফফার নামীয় ব্যক্তিরা। হাতেনাতে ধরার পর চোরদের সশস্ত্র হামলায় হুশিয়ার আলী, এলোয়ার ও আব্দুর রব গুরুতর আহত হন। বিষয়টি বড় আকারে যাচ্ছে এমনটা আঁচ করতে পেরে গরু চোর আব্দুল মতিনের লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি সালিশ বিচারের মাধ্যমে নিষ্পত্তির আশ্বাস দিয়ে কৌশলে চোরদেরকে ঘটনাস্থল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে চোরদের হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনা সালিশ বৈঠকে নিষ্পত্তি না হলে আব্দুল মালিক বাদী হয়ে গরু চোর আব্দুল মতিনসহ ৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলার জেরে ১৫ অক্টোবর গোয়াইনঘাট থানায় উল্টো একটি মামলা দায়ের করে আব্দুল মতিন (যার নং- ২১, তাং- ১৫-১০-২০২০)। উক্ত মামলায় নিরপরাধ লোকজনকে আসামি করে হয়রানি করছে আব্দুল মতিন।

মানববন্ধনের বক্তারা আরও বলেন, আব্দুল মতিন তোয়াকুল এলাকার একজন চিহ্নিত অপরাধী। তিনি এর আগেও পাইকরাজ গ্রামের ফান্ড থেকে ১০ হাজার ৬’শ টাকা আত্মসাৎ করে পালিয়েছিলেন। তার ভাইয়ের বিরুদ্ধে এলাকায় মানুষের জমি দখল, টাকা আত্মসাতের একাধিক অভিযোগও রয়েছে। বক্তারা অবিলম্বে মামলাবাজ আব্দুল মতিনের এসব মিথ্যা মামলা তুলে নেওয়ার আহবান জানান। অন্যথায় পুরো এলাকাবাসী মিলে এর বিরুদ্ধে কঠোর লাগাতার ব্যবস্থা নেওয়া হবে বলে মানববন্ধনে হুশিয়ারি দেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, পাইকরাজ গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মাওলানা জহুর উদ্দিন, বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও পাইকরাজ বড় মসজিদের ক্যাশিয়ার মাওলানা বশির উদ্দিন, পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সির সদস্য তাহির আলী, তোতা মিয়া, ছমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনফর আলী, আব্দুল খালিক, মোশাহিদ আলী, জসিম উদ্দিন, নিজাম উদ্দিন, বিলাল উদ্দিন, আব্দুল মালিক, মন্তাজ আলী, আব্দুল হাসিম, মাওলানা শোয়াইবুর রহমান, শ্রমিকলীগ নেতা উজ্জ্বল দেব, পবিত্র কুমার দেব, নিজাম উদ্দিন, আব্দুল মুতলিব, পাইকরাজ বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, আইন উল্লাহ, ফরিদ আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা সেবুল আহমদ, বাবুল আহমদ, হাবিবুর রহমান, সয়বুর রহমান, ইউসুফ আলী, আকবর আলী, আজির উদ্দিন, ফাতিমা বেগম, পিয়ারা বেগম, জাহানারা বেগম, নেওয়ারুন নেছা, সাবেক মহিলা সদস্য অঞ্জলি রানী দেব প্রমুখ।

এছাড়াও বৃহত্তর পাইকরাজ গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত