নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২০ ০২:২৫

নারী নিপীড়নের প্রতিবাদ দুর্গাপূজার মণ্ডপেও

দেবী দুর্গার পূজা মানে নারী শক্তির পূজা। নারীর প্রতি সম্মান প্রদর্শন। এবার এমন এক সময়ে এই পূজা হচ্ছে যখন দেশে একের পর এক ঘটে চলছে নারী নিপীড়নের ঘটনা। ধর্ষণের ঘটনা ঘটনা ঘটছে প্রতিদিন। যৌণ হয়রানির শিকার হচ্ছে নারী থেকে শিশু।

ফলে এবারের পূজামণ্ডপের সাজসজ্জ্বায়ও উঠে এসেছ নারীর প্রতি নির্যাতনের এইসব ইস্যু।

সিলেট নগরের মির্জাজঙ্গাল এলাকায় প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজার আয়োজন করেছে সনাতন যুব ফোরাম। এই পূজামণ্ডপের সাজসজ্জ্বায় নারী নিপীড়নের চিত্র তুলে ধরে এর প্রতিবাদ জানিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। সন্ধ্যার পর মির্জাজাঙ্গালে সনাতন যুব ফোরামের পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, মণ্ডপের প্রবকেশ মুখের দেয়ালে সাটানো রয়েছে প্রায় পনেরটি চিত্রকর্ম। এসব চিত্রে নারীর প্রতি হয়রানি ও নিপীড়নের বিভিন্ন দৃশ্য তুলে ধরে এসবের প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞাপন



সনাতন যুব ফোরামের সদস্য ও সিলেট মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, দুর্গাপূজা মানে মাতৃশক্তি-নারীশক্তির জয়গান। নারীর প্রতি আনুগত্য প্রদর্শন। আমরা এ বছর এমন এক সময় দেবী দুর্গার আরাধনা করছি যখন নারী নির্যতান, ধর্ষণ, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের জন্য পুরো দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে। এসব ঘটনা এখন হঠাৎ করেই বেড়ে গেছে বলে মনে হচ্ছে। তাই আমরা এবার পূজাশন্ডপের সাজসজ্জ্বায় এসব নিপীড়নের প্রতিবাদকে প্রধান্য দিয়েছি।

এমন চিত্রকর্ম দিয়ে মণ্ডপ সাজানাের মাধ্যমে নারীর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বানের পাশপাশে নারীদেরও প্রতিবাদি হওয়ার আহ্বান জানিয়েোছি।

তিনি বলেন, করোনাভাইরাস সঙ্কটের কারণে এবার মণ্ডপে তেমন সাজসজ্জ্বা নেই, আলোকসজ্জ্বা নেই। ফলে এবার মন্ডপকে প্রতিবাদি রুপ দেওয়া হয়েছে। আমরা চাই নারীর প্রতি নিপীড়নের এই ব্যাধি দূর হোক। আমাদের ভেতরকার অসুর বধ হোক।

আপনার মন্তব্য

আলোচিত