কুলাউড়া প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২০ ২২:৩১

কুলাউড়ার ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

মৌলভীবাজারের কুলাউড়া উপ‌জেলা নির্বা‌হী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার (০১৭৩০৩৩১০৭৪) ক্লোন ক‌রেছে এক‌টি চক্র।

শুক্রবার (২৩ অ‌ক্টোবর) বিষয়‌টি টের পে‌য়ে থানায় এক‌টি সাধারণ ডায়রি ক‌রেন উপ‌জেলা নির্বা‌হী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী।

উপ‌জেলা নির্বা‌হী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এক টিপ্রতারক চ‌ক্রের সদস্য ওই নাম্বার থে‌কে বি‌ভিন্ন শ্রে‌ণি পেশার মানুষ‌কে মোবাইলে কল দিয়ে ইউএনও’র পরিচয় দিয়ে নিজেকে অসুস্থতার দা‌বি ক‌রে বিকা‌শের মাধ্য‌মে আর্থিক সহ‌যোগিতা চায়। বিষয়‌টি জান‌তে পে‌রে উপ‌জেলা নির্বা‌হী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বিষয়‌টি উর্দ্ধতন কর্তৃপক্ষ ও পুলিশকে অবগত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে এটিএম ফরহাদ চৌধুরী বলেন, প্রতারক চক্র যা‌দের কা‌ছে টাকা চে‌য়ে‌ছে সবাই আমার সা‌থে যোগা‌যোগ কর‌ছেন। তাই কারও কাছ থে‌কে টাকা হা‌তি‌য়ে নি‌তে পা‌রে নি। এব্যাপারে থানায় একটা সাধারণ ডায়েরী ক‌রে‌ছি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের সনাক্ত করার চেষ্টা করা হ‌চ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত