তাহিরপুর প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২০ ০০:১০

তাহিরপুরে সরকারি ভর্তুকিতে বীজ বিক্রয় শুরু

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলায় সরকারি ভর্তুকিতে প্রতি কেজি ১০টাকা মূল্যে বীজ বিক্রয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য বাজারে ডিলার মেসার্স ডি এস এন্টারপ্রাইজের বীজ বিক্রয় কেন্দ্রে উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সহসভাপতি বাবরুল হাসান বাবলু, ডিলার মো. সামায়ুন কবির, সোহানুর রহমান সোহাগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকগণ।

উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দৌলা জানান, উপজেলার ৭টি ইউনিয়নের বিএডিসির অনুমোদিত ১৪জন ডিলার সরকারি ভর্তুকিতে প্রতি কেজি ১০টাকা মূল্যে কৃষকদের কাছে বোরো ধানের বীজ বিক্রয় করবে। প্রতি বস্তা ১০ কেজি। বি আর ২৯বীজ দাম ৪৮০হলেও কৃষক কিনবে ৩৮০টাকায়। বি আর ২৮ বীজ ৪৯০ বিক্রি ৩৯০ টাকা করোনা ও বন্যায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে ভতুর্কি হিসাবে দিচ্ছে সরকার।

আপনার মন্তব্য

আলোচিত