সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০২০ ১৪:৩৬

স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পালনের আহবান মেয়র আরিফের

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার রাতে নগরীর করেরপাড়া দুর্গামন্দিরের পূজামন্ডপ সহ কয়েকটি ওয়ার্ডের পূজামন্ডপ পরিদর্শন করেন সিসিক মেয়র।

এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা অনেকটা সীমিত আকারে পালন করতে হচ্ছে। ধর্মীয় সম্প্রীতির এই নগরে যাতে শান্তিপূর্ণভাবে পূন্যার্থিরা পূজার আনুষ্ঠানিকতা পালন করতে পারেন তার জন্য নগরবাসির সহযোগিতা কামনা করেন তিনি।

সিসিক মেয়র বলেন, সিলেট মহানগরীর পূজা মন্ডপগুলোতে নির্বিঘ্নে পূজা পালনে সিলেট সিটি করপোরেশন সার্বিক সহযোগিতা করছে। মন্ডপ এলাকায় প্রতিরাতে জীবানুনাশক ছিটানো হচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতায় বিশেষ টিম কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, কাউন্সিলর বিক্রম কর সম্রাট সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত