তাহিরপুর প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২০ ১১:২২

তাহিরপুরে হত্যা মামলার আসামি ভৈরবে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হানিফ সিকদার হত্যা মামলার প্রধান আসামিকে ভৈরবের মধ্যেরচর এলাকা থেকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাত ২টায় হাবিবুর রহমানকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাবিবুর রহমান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইছবপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ বিকাল পাঁচটায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন ঝলার হাওর থেকে আসামি হাবিবুর রহমানের ধানক্ষেতের পাশ দিয়ে নেওয়ার সময় গরু ধান খেয়ে ফেলায় কালাম সিকদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাবিবুর। এ সময় কালাম সিকদার গালিগালাজ করতে নিষেধ করলে হাবিবুর তার ওপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে। হাবিবুর তখন মোবাইল ফোনে কল করে অন্যান্য বিবাদীদের দেশী অস্ত্র নিয়ে আসতে বলে। এ সময় বিবাদীরা হাতে রামদা, শাবল, রড, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে কালাম সিকদারের উপর হামলা চালায়। তখন কালামের ডাক চিৎকারে তার ভাই হানিফ সিকদার এগিয়ে গেলে বিবাদীরা তখন নবী হোসেন সিকদার ও হানিফ সিকদারকে এলোপাথারি মারধর করে। পরে স্থানীয়রা হানিফকে গুরুতর জখম অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দুইদিন পর নিহতের ভাই কালাম তাহিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।

আপনার মন্তব্য

আলোচিত