ছাতক প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২০ ১৮:১৫

ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গাপূজা

সুনামগঞ্জের ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে শারদীয় দুর্গাপূজা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সরকারি বিধি মেনে শহরের চাদনীঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। এ ঘাটে পৌর শহরের কুমনা, শিববাড়ি, মহাপ্রভুর আখড়া, ত্রিনয়নী, মহামায়া, চৈতন্য সংঘ পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়।

প্রতিমা বিসর্জনের সময় ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি শেখ নাজিম উদ্দিন, ওসি তদন্ত মিজানুর রহমান, এসআই হাবিবুর রহমান পিপিএম, নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট পীযুষ ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, প্রাক্তন অধ্যাপক হরিদাস দাস রায়, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, পূজা উৎযাপন পরিষদ পৌর শাখার সভাপতি মহন্ত রায়, বাবুল রায়, চম্পু দত্ত, কালিদাস পোদ্দার, অমর দেবনাথ, নিতাই রায়, স্বপন তরফদার, ছাব্বির আহমদ, লায়েক মিয়া, দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, মাহবুব মিয়া, বিশ্বজিৎ ঘোষসহ সাংবাদিক, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত