সিলেটটুডে ডেস্ক

২৭ অক্টোবর, ২০২০ ০০:৩০

যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

শারদীয় দুর্গাপূজার সমাপ্তি

প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হলো। করোনা মহামারির কারনে সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্ব অনুসরণ করে এ বছর প্রথম বারের মতো উৎসব পরিহার করে শারদীয় দুর্গা পূজা পালিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে স্থাপিত অস্থায়ী সুবোধ মঞ্চ হতে সোমবার প্রতিমা নিরঞ্জন কার্যক্রম পরিচালনা করা হয়।

পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে, জেলা ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এড. রঞ্জন ঘোষ এবং রজত কান্তি গুপ্তের যৌথ সঞ্চালনায় ২৬ অক্টোবর সোমবার বেলা ২টায় অনুষ্ঠানের সুচনা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, সিলেট সম্প্রীতির নগরী। যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে তৎপর থাকতে হবে। রাত ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে
সিলেট মহানগরী ও শহরতলীর বিভিন্ন পূজামণ্ডপ ঐতিহ্যবাহী চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমাদের শুধু করোনা মুক্ত পৃথিবী কামনা করলেই হবে না। জঙ্গীবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সিলেট জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর ঐক্য পরিষদের সাধারণ
সম্পাদক প্রদীব দেব, সিটি কাউন্সিলর সান্তনু দত্ত সন্তু, সিটি কাউন্সিলর বিক্রম কর সম্রাট, সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা তপন মিত্র, সিলেট স্বাস্থ্য বিভাগের অবসর প্রাপ্ত পরিচালক ডা. বনদীপ লাল দাস, মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি মলয় পুরকায়স্থ, মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, যুগ্ম সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি নীলেন্দু ভূষণ দে অনুপ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ দত্ত মুন্না, সিলেট জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি ধনঞ্জয় দাস ধনু, মহানগর আইন বিষয়ক সম্পাদক এড. বিজয় কুমার দেব ভুলু,
কানাইঘাট পূঁজা পরিষদের সভাপতি চিত্রশিল্পী ভানুনাল দাস, ঐক্য পরিষদ মহানগর শাখা যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, দক্ষিণ সুরমা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নন্দন পাল, ছাত্র যুব ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্র দাস বক্ত, জেলা পরিষদের সহকারি নির্বাচন কমিশনার এডভোকেট জয়জিত আচার্য্য, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি অখিল বিশ্বাস, জিডি রুমু, মহানগর পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক নিখিল দেব
প্রমুখ।

সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা উদযাপনে সহযোগিতা করায় সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, আনসার, ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এন.এস.আই, ডি.জি.এফ.আই, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সিলেটের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত