কানাইঘাট প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২০ ১৮:২১

কানাইঘাটে ভোক্তা অধিকার দিবস পালিত

কানাইঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভোক্তা অধিকার আইন ২০১৯ অবহিতকরন এবং বাস্তবায়ন করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

আরও বক্তব্য দেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. অভিজিত শার্মা, কানাইঘাট উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, কানাইঘাট উপজেলা সমাজসেবা অফিসার মো. জিলানি, ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান জেমস লি. ফারগুসন নানকা, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ৩নং দিঘিরপার পূর্ব ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, ৬নং সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদসহ বিভিন্ন সরকারী-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ভোক্তা অধিকার আইন প্রণয়নে উপজেলা প্রশাসনের ভূমিকা প্রথম স্থানে রয়েছে । কানাইঘাট উপজেলার বিভিন্ন হাটবাজারে খাদ্যদ্রব্য এবং ফলের মধ্যে ফরমালিন দিয়ে খাবার’কে তাজা রাখার প্রচেষ্টা করে এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্যকে মেয়াদ বাড়িয়ে বিক্রি করার চেষ্টা করে ফলে সাধারণ মানুষ এগুলা খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন সে ক্ষেত্রে সরকারের নির্দেশনা মোতাবেক বিশেষ গুরুত্ব দিয়ে সবার সহযোগিতা প্রয়োজন। ভোক্তা অধিকার আইন সরকারের ভূমিকা অতুলনীয় যেটা স্থানীয় প্রশাসন’সহ ইউপি চেয়ারম্যানদের কঠোর দৃষ্টি রাখতে হবে এবং আমাদের সকলকে তা কার্যকর করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত