ছাতক প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২০ ১৬:৫৪

ছাতকে জাতীয় স্যানিটেশন মাসে র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জের ছাতকে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে পৌরসভার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পৌরসভা চত্বর থেকে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর সচিব আবুজর গিফারী, নবাগত পৌর সচিব, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মোল্লা, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, লিয়াকত আলী, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী প্রমুখ।

এ সময় পৌরসভার জামাল মিয়া, কল্যানব্রত দাস, রতন দে, চন্দন বর্ধন, শিলা বড়ুয়া, আসাদুজ্জামান রতন, টিবলু পাল, অজিত কুমার দাস, সুব্রত হাওলাদার, মৃদুল দাস, পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, ফারুক আহমদ, মানিক মিয়া লিটু, সাবিনা ইয়াছমিন, সহকারী শিক্ষক, ছায়েদুন নেছা রেশমী, আঁখি বেগম, চিত্রা ঘোষ, দিপ্তী রানী নাথ, শায়েরা বেগম, রুমা দাস, আলেয়া ফেরদৌস, আয়শা বেগম, রেহেনা আক্তার, স্মৃতি দাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত