জুড়ী প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২০ ২৩:১২

জুড়ীতে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সিপার উদ্দিন নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাগরনাল ইউনিয়নের পাতিলা সাঙ্গন গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাগরনাল ইউনিয়নের পাতিলা সাঙ্গন গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে টিলা কাটার সময় হাতেনাতে আটক করা হয় সিপার উদ্দিনকে। এরপর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে টিলা কাটার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। জুড়ীতে টিলা কাটার খবর পেলেই প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এরআগে গত ১৭ অক্টোবর গোয়ালবাড়ী ইউনিয়নের আব্দুল খালিককে একই অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কর্তনকৃত টিলা পুনরায় ভরাটের নির্দেশ দেওয়া হয়।’

আপনার মন্তব্য

আলোচিত