নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২০ ১৩:৩০

পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ, শিডিউল বিপর্যয়

ফাইল ছবি

সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।

সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ট্রেন দুটি ভুল করে ডকইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে ঢুকে পড়ে। ট্রেন দুটি মুখোমুখি ঢোকে যাওয়ায় সাইড কোয়ালিশনের সময় এ ঘটনা ঘটে। এতে রুটটিতে ট্রেন চলাচলে বেঘাত সৃষ্টি হয়েছে। শিডিউলে কিছুটা সময় এদিক সেদিক হতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কেবল পাহাড়িকার দুটি বগি লাইনচ্যুত হয়েছে। অবশ্য এ কারণে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টা ১৫ মিনিটে পাহাড়িকা ও ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ বিলম্ব হবে। ট্রেন দুটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত