তাহিরপুর প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২০ ২২:০০

তাহিরপুরে কর্মসংস্থানের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে কর্মহীন শ্রমিকরা কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছে।

শুক্রবার(৩০ অক্টোবর) সকালে তাহিরপুর যাদুকাটা, বালু, পাথর ব্যাবসায়ী ও শ্রমিক সমবায় সমিতির আয়োজনে যাদুকাটা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, আজকে ৯ মাস যাবৎ যাদুকাটা নদীতে আমরা কাজ করতে পারি না। আমাদের ঘরে ভাত নেই। আমরা খুব কষ্টে আছি। মরকারের কাছে আমরা দাবি জানাই দ্রুত যাতে যাদু কাটা নদীতে আমরা কাজ করতে পারি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর জাদুকাটা নদীর বালু পাথর  ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুস শাহিদ, বাদাঘাট ইউনিয়ন ৫ নং ওয়াড সদস্য রেনু মিয়া, বালু পাথর ব্যবসায়ী বিল্লাল হোসেন,  আওয়ামী লীগ নেতা নুর হোসেন মুল্লিক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুস শহিদ পাবিন আক্তার, পহেলা বেগম, শিল্পী প্রমুখ।
 
ঘাগড়া, গড়কাটি, জয়তাপুর, ঘাগটিয়ায়, পাটানপাড়া, মোদেরগাও, লামশ্রম, মিয়ারচরসহ অর্ধশতাধিক গ্রামের বাসিন্দারা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।





আপনার মন্তব্য

আলোচিত