নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২০ ২১:৩৭

এসএমপির কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) মো. এহসান উদ্দিন চৌধুরী ও সহকারী পুলিশ কমিশনার (অর্থ ও হিসাব) রাখী রাণী দাশের যৌথ উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো সালেহ আহমদ, মদনমোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক সর্ব্বানী অর্জ্জুন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলাম , বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

এছাড়া বিভিন্ন থানা কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন, এসএমপি’র সর্বস্তরের পুলিশ সদস্যসহ সিলেট মহানগরীর সম্মানিত নাগরিকগন উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য

আলোচিত