সিলেটটুডে ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৫ ০১:১৪

সিকৃবিতে ছাত্রলীগের জেল হত্যা দিবস পালন

শোক ও বিনম্র শ্রদ্ধায় বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জেল হত্যা দিবস উপলক্ষে শোক মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। ১৯৭৫ সালের ৩ নভেম্বরের ই দিনে মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানকে।

এই দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুর ১টায় ক্যাম্পাসের কাঁঠাল চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। পরে সিকৃবি ছাত্রলীগ শাখার সভাপতি ডা শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ঋত্বিক দেব অপুর নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক অতিক্রম করে প্রজন্ম চত্বরে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সিকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. ঋত্বিক দেব অপু বলেন, মানব সভ্যতার ইতিহাসে বেদনাময় এক কলঙ্কিত দিন। বাঙালি
জাতিকে নেতৃত্ব শূন্য করতে ৩৫ বছর আগে নিষ্ঠুরভাবে হত্যা করেই ক্ষান্ত ছিল না, গুলিবিদ্ধ নিথর দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষত-বিক্ষত করে ’৭১-এর পরাজয়ের জ্বালা মিটিয়েছিল। মূলত, তাঁরা নিজেরাই নিজেদের মৃত্যুদন্ডদিয়েছিল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে। খুনিরা তোমরা জেনে রাখ, এই নৃশংস হত্যাকাণ্ডে আমারা মুষড়ে পরব না, ভয় পাব না। এই হত্যাকাণ্ড আমাদের আলোড়িত করে। এই হত্যাকাণ্ড আমাদের অনুপ্রাণিত করে দেশের জন্য কাজ করতে, নি:স্বার্থ ভাবে মানুষের উপকার করতে। আমার গর্বিত আমাদের পূর্বপুরুষ নিয়ে।

সবশেষে সিকৃবি ছাত্রলীগ সভাপতি ডা. শামীম মোল্লা সমাবেশের সমাপ্তি ঘোষণা করে বলেন, স্বাধীনতা অর্জনের পরও বঙ্গবন্ধুকে যে কায়দায় মীর জাফররা খুন করেছিল, একইভাবে জাতীয় ৪ নেতাকেও ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভিতর হত্যা করা হয়। তারা ভেবেছিল এ হত্যার মাধ্যমে দেশে বঙ্গবন্ধুর আদর্শ শেষ হয়ে
যাবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সৈনিকেরা আবারো শক্তিশালী হয়েছে। দেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে এবং সবার
সর্বাত্মক সহযোগিতাই দেশের সমৃদ্ধ বয়ে আনবে।

এসময় সিকৃবি ছাত্রলীগের সহসভাপতি চন্দন বৈদ্য,অনিরুদ্ব সাহা পিয়াস, দেবর্ষী ভট্টাচার্য অর্জুন, যুগ্ন সাধারণ সম্পাদক শিপলু রয়, মওদুদ আহমেদ সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত