জুড়ী প্রতিনিধি

০৮ মার্চ, ২০২১ ১৪:৫১

জুড়ীতে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও সাইকেল শোভাযাত্রা

মৌলভীবাজারের জুড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, জয়বাংলা সাইকেল শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ মার্চ) সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন, শাহ খাকী আলীম মাদ্রাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আরমান আলী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, দৈনিক সকালের সময়ের জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মনোতোষ কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম সাদেক, সহকারী শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা, ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা স্কাউটের কোষাধক্ষ্য কবির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌছ উদ্দিন, সাংবাদিক জালালুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জয়বাংলা সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম ও জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী নেতৃত্বে একদল সাইকেলিস্ট জয়বাংলা সাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।

 

আপনার মন্তব্য

আলোচিত