তাহিরপুর প্রতিনিধি

২৪ মার্চ, ২০২১ ১৩:০২

তাহিরপুরে বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে নিহত বাংলাদেশি শ্রমিক সাইদুর রহমানের (২২) লাশ ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৩ মার্চ) রাত ৯টার পর তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের শাহিদাবাদ এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে তাহিরপুর থানা পুলিশের কাছে নিহত শ্রমিকের মরদেহ হস্থান্তর করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে রাতেই নিহত শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে তাহিরপুর থানা পুলিশ।

উল্লেখ্য, গত ২২ মার্চ সোমবার যাদুকাটা নদীর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তবর্তী ভারতের নলিকাটা থানার ঘোমাঘাট এলাকায় বাংলাদেশি এক শ্রমিকের লাশ পড়ে থাকার খবর পায় স্থানীয় বাংলাদেশি শ্রমিকরা। পরে খোঁজ নিয়ে নিয়ে জানা যায় নিহত শ্রমিক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোফের টিলাগাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

হাবিবুর রহমান বলেন, আমার ছেলে সাইদুর পেশায় একজন শ্রমিক। সে মৃগী রোগী ছিল। ধারণা করছি কোন কারণে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং মৃগী রোগে তার মৃত্যু হয়।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাজিবুল ইসলাম জানান, প্রাথমিক আলামতে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত