নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০১৫ ১৬:৫৭

সিলেটে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুবলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেছেন, যুবলীগ একটি সু-সংগঠিত সংগঠন। বিএনপি ,স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির চক্র এদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় এদের বিরুদ্ধে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন ঘসেটি বেগম খালেদা জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তার বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগ আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন। 

সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদারের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর রেজিষ্ট্রারী মাঠ থেকে র‌্যালী বের করা হয় র‌্যালীর উদ্বোধন করেন মহানগর আওয়ামীগ সভাপতি সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান । র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসেন, মহানগর আওয়ামীলী সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, কেন্দ্রীয় সহ সম্পাদক আবিদ হোসেন বিপ্লব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আব্দুল খালিক আব্দুর রহমান জামিল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এডভোকেট রঞ্জিত সরকার, এডভোকেট সালেহ আহমদ সেলিম, শাহরিয়ার কবির সেলিম, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, দেবাংশু দাস, জালাল উদ্দিন কয়েছ, বেলাল খান, আসাদুজ্জামান আনিস, ডা: হোসেন মো: রবিন, মাছুম বিল্লাহ চৌধুরী, হুমায়ূন রশীদ লাভলু, সৈয়দ গুলজার আহমদ, সুবেদুর রহমান মুন্না, এডভোকেট লিটন মিয়া, জাকিবুল আলম জাকির, ফয়সল আজাদ খান, রাহেল আহমদ চৌধুরী, ফারুক আহমদ, সাহেদ আহমদ, আনিছুর রহমান তিতাস, লাহিন আহমদ, সাজু ইবনে হান্নান খান, শ্যামল সিং, আবিদুর রহমান শিপলু, এডভোকেট গিয়াস, ইকবাল হোসেন, ইমামুর রহমান লিটন, হোসেন আহমদ বাবু, মিনহাজ চৌধুরী লিটন, রিমাদ আহমদ রুবেল, মুরাদ আহমদ মুরন, আব্দুর রব সায়েম, মুজিবুর রহমান, সুলতান আলী মনসুর, কলিন্স সিং, কবির আহমদ শাহজাহান, ফারুকুল ইসলাম ফারুক, কিশর ভট্টাচার্য্য জনি, আতিকুর রহমান মনি, আজমল হোসেন, গুলজার আহমদ জগলু, আমির হোসেন জুবেল, তোজাম্মেল হক তাজুল, আমিনুল ইসলাম সুহেল, এমদাদ হোসেন ইমু, হোসেন আহমদ চৌধুরী শাহীন, আমিনুর রহমান পাপলু, এস.আর. শাওন, ইফতেখার হোসেন সুহেল, মুহিবুর রহমান মুন্না, সাকারিয়া হোসেন সাকির, জাহির চৌধুরী, এম.এ. কাশেম, আব্দুল হাই আল হাদী, আব্দুল করিম, সেবুল আহমদ সাগর, দিলওয়ার হোসেন দিলাল, আখতার হোসেন, সুলতান শাহজাহান তুহিন, নিয়াজ আহমদ, মুহিবুর রহমান রনি, হাবীবুর রহমান চমন, সাহীদ আহমদ সিজান, শামীম আহমদ, আব্দুল কাইয়ূম লিটন, আমিনুর রহমান ফরিদ, হোসেন আহমদ ও কামাল আহমদ প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত