নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২১ ১৬:১২

পেছালো সিলেট-৩ আসনের উপনির্বাচন

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট-৩সহ ৪ টি শূণ্য আসনে উপ  নির্বাচন পেছানো হয়েছে। ১৪ জুলাই এসব আসনে ভোট হওয়ার কথা ছিলো। তবে তা পিছিয়ে ২৮ জুলাই নেওয়া হয়েছে।

আইইডিসিআর ও স্থানীয় প্রশাসনের সুপারিশের প্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানায় কমিশন।

তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। তবে ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

আপনার মন্তব্য

আলোচিত