বড়লেখা প্রতিনিধি

১০ জুন, ২০২১ ২২:০৪

এবছর ৮ কোটি গাছের চারা লাগানো হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে এখন অসময়ে বৃষ্টি হচ্ছে। বাতাস দূষিত হচ্ছে। দিন দিন বাতাস গরম হচ্ছে। বাতাসের এই উষ্ণতা কমিয়ে আনতে গাছের বিকল্প আর কিছু নাই। তাই যত বেশি গাছ লাগানো যাবে তত বেশি আমাদের বাতাস ঠান্ডা হবে। এতে দেশে জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা থেকে আমাদের দেশকে বাঁচাতে পারব।’

বৃহস্পতিবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী সেখানে তার ঐচ্ছিক তহবিল থেকে মসজিদ-মন্দির, ব্যক্তি ও প্রতিষ্ঠানে অনুদানের চেক এবং উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে দুঃস্থ ও বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। ৬টি মসজিদ, ২টি মন্দিরে ১ লাখ ৮০ হাজার টাকা ও ব্যক্তি, প্রতিষ্ঠানে ১৩৭টি চেকে ৬ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।  একই অনুষ্ঠানে মন্ত্রী সামাজিক বনায়নের ১২৪ জন উপকারভোগী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ৪ জন জনপ্রতিনিধির মধ্যে লভ্যাংশের ৪৫ লাখ ৬০ হাজার ৬০৪ টাকার চেক বিতরণ করেন।

বড়লেখা উপজেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেন, বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সহকারী বিভাগীয় বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক প্রমুখ।
 
মন্ত্রী আরো বলেন, ‘এবছর সরকারিভাবে মন্ত্রণালয় থেকে প্রায় ৮ কোটি গাছের চারা লাগানো হবে। যেটা সরকারি পরিকল্পনা আছে। নতুন চরে গাছ লাগানোর পাশাপাশি সামাজিক বনায়নও করা হবে। আমাদের পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। তাই পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে সকলকে এগিয়ে আসতে হবে।’

পরিবেশ মন্ত্রী বলেন, ‘কিছু দিন আগে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ইয়াস হয়েছে। বাংলাদেশে প্রতিবছর এই রকম একটা দুইটা ঘূর্ণিঝড় হয়। কিন্তু এই ঝড় থেকে একমাত্র সুন্দরবনই নিজের বুক পেতে আমাদের বাঁচিয়ে দেয়। সুন্দরবনের মত আমরা সারাদেশ যদি গাছে ভরপুর করতে পারি তাহলে এইসকল ঘূর্ণিঝড় থেকে দেশকে রক্ষা করতে পারব।’  

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সবুজ বাংলাকে আরো সবুজ করতে বলেছেন। যেখানে যতটুকু জায়গা আছে, সেখানে গাছ লাগাতে বলেছেন। প্রধানমন্ত্রী সবাইকে অন্তত তিনটি করে গাছের চারা লাগাতে বলেছেন। বিশেষ করে ঔষধি, ফলজ, বনজ গাছে লাগাতে বলেছেন। আমরা প্রায় ১৬ কোটি মানুষ যদি প্রত্যেকে ৩টি করে গাছ লাগাই তাহলে এই বছর ৪৮ কোটি গাছ লাগানো হয়ে যাবে। তবে শুধু গাছ লাগালেই হবে না। গাছের পরিচর্যাও করতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত