বিশ্বনাথ প্রতিনিধি

১০ জুন, ২০২১ ২২:২৩

বিশ্বনাথ প্রেসক্লাবে প্রবাসীদের অনুদান প্রদান

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবে ১৫টি (অফিস চেয়ার) নতুন চেয়ার উপহার দিয়েছেন গরীব অসহায় কল্যাণ ফান্ডের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম। একইসাথে একটি ৩২ইঞ্চি স্মার্ট টেলিভিশন দিয়েছেন ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী দাদুভাই ছইল মিয়া এবং রেখা ইলেক্ট্রনিক্স’র পরিচালক মোহাম্মদ ফয়জুর রহমান।

বৃহস্পতিবার (১০জুন) বিকেলে নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভার মাধ্যমে প্রবাসী ও ব্যবসায়ীদের দেওয়া এ উপহার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সমাজের অসঙ্গতিসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্বনাথকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন প্রেসক্লাবের সাংবাদিকরা। আর বস্তুনিষ্ঠার কারণে বিশ্বনাথ প্রেসক্লাব আজ দেশে-বিদেশে প্রশংসিত। যে কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য প্রবাসী ও দেশের ব্যবসায়ীরা প্রেসক্লাবের প্রতি আকৃষ্ট হয়ে অনুদান প্রদান করছেন।

প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল হামিদ, সমাজ সেবক শামসু মিয়া লালা, পিকআপ-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ মিয়া, সচেতন সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম।

প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আশিক আলীর শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গরীব অসহায় কল্যাণ ফান্ডের সভাপতি আবুল লেইছ, কোষাধ্যক্ষ আছাদ উদ্দিন, ব্যবসায়ী হারুনুর রশিদ, নুর ইসলাম, মঈন উদ্দিন, সংগঠক আব্দুল কাইয়ুম।

এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ ও কার্যনির্বাহী সদস্য শুকরান আহমদ রানা।

 

আপনার মন্তব্য

আলোচিত