জগন্নাথপুর প্রতিনিধি

১০ জুন, ২০২১ ২২:৩৯

জগন্নাথপুরে বিধিনিষেধ অমান্য করায় রেস্টুরেন্টে জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি বিধিনিষেধ অমান্য করায় খাবারের দোকানে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ এই জরিমানা করেন।

জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইউএনও পদ্মাসন সিংহের নেতৃত্বে পৌর শহরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে সরকারি বিধিনিষেধ অমান্য করায় মর্ডান রেস্টুরেন্টকে ৪ হাজার, মিতালি রেস্টুরেন্টকে ১ হাজার ৫০০ ও প্রীতি রেস্টুরেন্টকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় অর্থদণ্ড আদায় করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত