তাহিরপুর প্রতিনিধি

১০ জুন, ২০২১ ২৩:২১

তাহিরপুরে ১০ রেস্তোরাঁ মালিককে জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা সদরসহ কয়েকটি বাজারের ১০টি রেস্তোরার মালিককে জরিমানা করা ও তা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সদর বাজার,বাদাঘাট বাজার ও আনোয়ারপুর বাজারের বিভিন্ন রেস্তোরায় স্বাস্থ্যবিধি না মেনে পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি রেস্তোরাকে ১০টি মামলায় মোট ৫ হাজার ৩০০টাকা জরিমানা করা হয়। এসময় বাজার কমিটি ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত