জুড়ী প্রতিনিধি

১২ জুন, ২০২১ ১৮:১০

বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট আমরা দিয়েছি: পরিবেশ ও বনমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ বলেছেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। করোনার কারণে সারা পৃথিবী যখন থমকে গেছে। উন্নয়ন আটকে গেছে, কাজ কর্ম বন্ধ হয়ে গেছে। তখন বিশ্বের উন্নয়ন কাজ স্থবির থাকলে ও আমাদের জুড়ী বড়লেখাসহ সারা দেশে উন্নয়ন থেমে নেই।

শনিবার (১২ জুন) জুড়ী উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি,শিক্ষা উপকরণ, বাইসাইকেল বিতরণ, বন পরিবেশ মন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে অনুদান এবং মসজিদ, মন্দিরের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, রনজিতা শর্মা, জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ।

এছাড়া উপস্থিত পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস,জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ সভাপতি আহমদ কামাল অহিদ, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জহিরুল ইসলাম, কয়েছ আহমদ,ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত