চুনারুঘাট প্রতিনিধি

১৭ জুন, ২০২১ ০০:১৮

চুনারুঘাটে বন বিভাগের ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক ১০ দিন ব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ জুন) সকালে সাতছড়ি স্টুডেন্ট ডরমিটরিতে উক্ত কর্মশালা উদ্বোধন করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোস্তফা ফিরোজ।

হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য দেন, দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী, হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা সাবরীনা ছায়ীদা শিমু, মৌলভীবাজারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার, সাতছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হাসান, সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুল কালম আজাদ প্রমুখ।

কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। তারা হাতে কলমে ও মাঠ পর্যায়ে প্রশিক্ষণ নিবেন।

আপনার মন্তব্য

আলোচিত