নিউজ ডেস্ক

১৯ জুন, ২০২১ ০০:৩৬

জগন্নাথপুরে সবজির দোকানে অগ্নিকাণ্ডে দেড় লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে সবজির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ জুন) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বাজার শেষে পাইলগাঁও ইউনিয়নের আব্দুল হাসিমের ছেলে মহিউদ্দিন বুদ্ধি মিয়া সবজির দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শুক্রবার ভোররাতের দিকে সবজির বাজারের ২০ থেকে ২৫টি দোকানের মধ্যখানে তার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এরমধ্যে মহিউদ্দিন বুদ্ধি মিয়ার দোকানের সকল মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় দেড়লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে রানীগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আজমল হোসেন মিটুসহ বাজারের ব্যবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মহিউদ্দিন বুদ্ধি মিয়া জানান, আমি প্রত্যেক দিনের ন্যায় দোকানে মাল রেখে গিয়েছিলাম। ভোররাতে কে বা কারা আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। আমি সিওর আমার ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। বাজারের গলিতে এত দোকান থাকার পরও আমার দোকান টার্গেট করে আগুন লাগানো হয়েছে। আমি এর বিচার চাই।

জগন্নাথপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ভোলানাথ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত