মাধবপুর প্রতিনিধি

২৬ জুলাই, ২০২১ ২২:৪৪

‘শিশু লিজা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের চারদিন পর শিশুর লাশ উদ্ধারকৃত ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী। এসময় তিনি বলেন, ঘটনাটি পুলিশ অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আইলাবই গ্রামে গিয়ে শিশুর মা সেলিনা আক্তারে সঙ্গে কথা বলে ঘটনার খোঁজ খবর নেন।

এ ঘটনায় শিশুর পিতা সাগর আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরআগে রোববার পুলিশ আইলাবই গ্রামের একটি জঙ্গল থেকে তাকমিনা আক্তার লিজা নামে ওই শিশুর মৃত দেহ উদ্ধার করে।

এসময় উপস্থিত ছিল সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল মহসীন আল মুরাদ, ওসি আ. রাজ্জাক,মাধবপুর থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) আমিনুল ইসলাম, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ।

উল্লেখ্য, হবিগঞ্জের মাধবপুরে নুডুলস আনতে গিয়ে আর ফিরে আসেনি লিজা (৯) নামে এক শিশু। ৪ দিন পর পুলিশ তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে। রোববার (২৫ জুলাই) দুপুরে মাধবপুর থানা পুলিশ ধর্মঘর ভারতীয় সীমান্ত এলাকা সংলগ্ন একটি জঙ্গল মোড়া থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।

আপনার মন্তব্য

আলোচিত