জগন্নাথপুর প্রতিনিধি

২৭ জুলাই, ২০২১ ১৪:৫০

জগন্নাথপুরে বাউল শিল্পীদের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে কেমন আছেন জগন্নাথপুর উপজেলার বাউলশিল্পীরা তার খোঁজখবর নিতে শুরু করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। সোমবার তিনি জগন্নাথপুর উপজেলার প্রখ্যাত বাউলশিল্পী গীতিকার মখদ্দস আলম উদাসী ও বাউল শিল্পী ছুরত মিয়ার পৌর এলাকার কেশবপুর গ্রামের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ শিল্পীদের হাতে করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা তুলে দেন।

এসময় প্রথম আলো জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেব, ইউএনও কার্যালয়ের নাজির ফয়সল আহমেদ, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার, ছাত্রলীগ নেতা আবু হেনা রনি উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতিতে খাদ্য সঙ্কটে থাকা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের খোঁজখবর নেওয়ার অংশ হিসেবে আমাদের বাউল শিল্পীদের খোঁজখবর নিচ্ছি। সোমবার দুইজন বাউল শিল্পীর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়ে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা তুলে দিয়েছি।

এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাউলশিল্পী মখদ্দস আলম উদাসী বলেন, করোনাকালে তার বাড়িতে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোঁজখবর নেওয়ার তিনি খুশি। এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার প্রকাশিত দুটি গানের বই উপহার দেন।

আপনার মন্তব্য

আলোচিত