নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২১ ০১:১২

মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পৃথক অভিযানে ৫২১ পিস ইয়াবা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে ১৫ কেজি গাঁজা ও ১৬৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেলে র‌্যাবের অভিযানে উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার ছাতিয়াইন দক্ষিণ পাড়ার দুদু মিয়ার (মেম্বার) ছেলে মো. শাহাজান মিয়া (২৮) ও উত্তর সন্তোষপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. রুবেল মিয়া (২৪)।

মঙ্গলবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মাধবপুর থানার ১ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাতিয়াইন গ্রামের মো. জালালের বসত বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির একটি কক্ষ থেকে ১৫ কেজি গাঁজা, ১৬৬ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৯০০ টাকা জব্দসহ মো. শাহাজান মিয়া ও মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাধবপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান।

অপরদিকে র‌্যাবের অভিযানে মাধবপুর মাধবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ৩৫৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১১ হাজার ৯০০ টাকাসহ মো. আলী আকবরকে (৩৮) গ্রেপ্তার করা হয়। আকবর উপজেলার পশ্চিম মাধবপুর থানার মৃত দোলোয়ার আলীর ছেলে।
 

আপনার মন্তব্য

আলোচিত