ছাতক প্রতিনিধি

২৯ জুলাই, ২০২১ ০২:৫২

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছাতকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৮জুলাই) শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ছাতক থানা পুলিশ ও ব্রিগেডিয়ার জেনারেল মিসবাহ উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় শহরের আব্দুল্লাহ সু স্টোর থেকে ২ হাজার টাকা ও একজন পথচারীর কাছ থেকে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ছাতক শহরে লকডাউন কার্যকর করতে সচেতনতামূলক প্রচারণা করেছেন। তারা ব্যবসায়ী, পথচারী ও যানচালকদের সাথে কথা বলে সতর্ক করে দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত